চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৭৬৫ জন।
আজ সোমবার জেলার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৭৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫৬৮ ও বিভিন্ন উপজেলার ১৯৭ জন রয়েছেন। উপজেলার মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে বোয়ালখালী ৩০ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার প্রায় ৩১ শতাংশ। গতকাল ছিল ৩৩ শতাংশ।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৭১ হাজার ৬৬৭ জন। আর মারা গেছেন ৮৪১ জন। মৃতদের মধ্যে নগরের ৫২১ এবং বিভিন্ন উপজেলার ৩২০ জন রয়েছেন।