হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়ার একটি বৌদ্ধ বিহার থেকে বিহারের অধ্যক্ষের (ভিক্ষু) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে বিহারের সেবকেরা অধ্যক্ষকে খাবার দিতে গেলে বিহারের সামনে তাঁর গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। নিহত বিহার অধ‍্যক্ষের নাম নন্দ বংশ মহাথের। 

বিহারের সেবকেরা জানায়, অধ‍্যক্ষ নন্দ বংশ মহাথেরের বয়স ৭৩ বছর। তিনি ওই বিহারে অধ‍্যক্ষ হিসেবে অনেক বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সেবকদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে যান এবং পুলিশকে এ খবর দেন। খবর পেয়ে বান্দরবান সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

পুলিশ সূত্রে জানা যায়, কুহালং ইউনিয়নের মিনঝিড়ি পাড়ার মিনিঝিড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ নন্দ বংশ মহাথেরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বাড়ি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়। 

এ বিষয়ে বান্দরবানের কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান, আজ সকালে মিনঝিরি বৌদ্ধ বিহারের সামনে ঝুলন্ত অবস্থায় নন্দ বংশ মহাথেরের (৭৩) মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী আমাকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। 

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত মরদেহের খবর পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য বান্দরবার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর