এবারও পার্বত্য অঞ্চলে এসএসসি পরীক্ষার ফলাফলে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। আজ বৃহস্পতিবার ফল প্রকাশের পর
বিশ্লেষণ করে দেখা যায়, পার্বত্য অঞ্চলে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রেখেছে।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান, এই বছর কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ হতে বিজ্ঞান ও বাণিজ্য শাখায় মোট ১০২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। অর্থাৎ পাসের হার শতভাগ। এই প্রতিষ্ঠান হতে জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন।
এদিকে পাহাড়ের শ্রেষ্ঠত্ব ধরে রাখায় কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ হতে শতভাগ পাস এবং ৪৭ জন জিপিএ-৫ পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।