হোম > সারা দেশ > চট্টগ্রাম

আবারও চট্টগ্রাম কারাগারে বন্দীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আবারও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইব্রাহীম নেওয়াজ (৩০) নামে এক বন্দীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল সোমবার ঘটনাটি ঘটলেও আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। 

কারা কর্তৃপক্ষ জানায়, কারা অভ্যন্তরে ওই বন্দীকে টিনশেডের একটি রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মৃত বন্দীর বাড়ি রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। চট্টগ্রামের রাউজান থানার একটি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে বন্দী। 

এর আগে গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম কারাগারে রুবেল দে নামে এক বন্দীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ করে ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী পরিবার। 

এদিকে কারা অভ্যন্তরে বন্দীর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) টিপু সুলতানকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। কমিটিতে বিভাগের আরও তিন জেলা কারাগারের জেল সুপারকে সদস্য করা হয়েছে। 

কারা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় কারাগারের অভ্যন্তরে খাদ্যগুদামের সামনে চৌবাচ্চার টিনশেডের রডের সঙ্গে প্লাস্টিকের বস্তা ও কম্বলের বর্ডারের অংশ দিয়ে ঝুলে থাকতে দেখা যায় বন্দী ইব্রাহীম নেওয়াজকে। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কারা কর্তৃপক্ষ বলেছে, ওই ব্যক্তি আত্মহত্যা করেছে।

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি