হোম > সারা দেশ > চট্টগ্রাম

নৌকার নদভীর মেয়ে টাকা বিলি করছেন, স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর পক্ষে নগদ টাকা বিতরণের অভিযোগ উঠেছে। 

আজ শুক্রবার দুপুরে এ আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে এ অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব।

অভিযোগ থেকে জানা যায়, নদভীর পক্ষে নির্বাচনী প্রচারকালে তাঁর মেয়ে ও সহকর্মীরা বিভিন্ন স্থানে নগদ টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করছেন। টাকা দিয়ে ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করাচ্ছেন। নির্বাচনের আগের রাতেও নগদ টাকা বিলানো হবে— এমন বলে বেড়াচ্ছেন নদভী। 

অভিযোগের ব্যাপারে ড. আবু রেজা নদভী বলেন, ‘আমার মেয়ের হাতে কোনো টাকা দিই নাই। মোতালেব টাকা বিতরণের যে ছবি দেখাচ্ছে, তা আমার প্রচারণার সময় কোনো এনজিও সংস্থার কর্মী সেখানে তাঁদের ঋণের টাকা আদায় করছিলেন।’

এ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগটির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা