হোম > সারা দেশ > কক্সবাজার

সার্ভেয়ার আতিকের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা দুদকের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুষের ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকাসহ আটক কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে মামলাটি করেন।

মামলাটি নথিভুক্ত করেন দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মুনিরুল ইসলাম। টাকাসহ আটক আতিকুর রহমান সিরাজগঞ্জ জেলার মীরপুর দক্ষিণ এলাকার মো. আবদুর রহমানের ছেলে।

গত শনিবার বিকেলে আতিকুর রহমানকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করে কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানিয়েছিলেন, ‘মামলার পাশাপাশি সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে তা শুরু হয়েছে। তিনি কীভাবে, কোথা থেকে এত টাকা পেলেন এবং তা ঢাকায় কেন নিয়ে গেছেন-সব বিষয়ে তদন্ত শুরু হয়েছে।’

উল্লেখ্য, গত শক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাগ ভর্তি ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা নিয়ে ঢাকা শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে সার্ভেয়ার আতিকুর রহমান আটক হন। বিমানবন্দর থেকেই তাঁকে কক্সবাজারে ফেরত পাঠানো হয়। শুক্রবার রাতে আতিকুরকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে কক্সবাজার জেলা প্রশাসন। পরে শনিবার বিকেলে ৫৪ ধারায় তাঁকে থানা-পুলিশ আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত