হোম > সারা দেশ > কুমিল্লা

শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল সভায় অরাজকতার পরিকল্পনার অভিযোগে কুমিল্লার আ.লীগ নেতা গ্রেপ্তার

 কুমিল্লা প্রতিনিধি 

জহিরুল ইসলাম সেলিম। ছবি: সংগৃহীত

ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে সভা করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম।

অভিযোগে জানা গেছে, গত বুধবার অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ উল্লেখযোগ্যসংখ্যক নেতা অংশগ্রহণ করেন।  

এই বৈঠকে কুমিল্লাজুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় জহিরুল ইসলাম সেলিমকে।  

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বলেন, ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে সভা করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনা ছাড়াও তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলাও রয়েছে। বৈঠকে অংশ নেওয়া অন্যদেরও ধরা হবে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল