হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাশকতার নতুন কৌশল, রাস্তায় ধারালো লোহার পাতের ফাঁদে বিকল হচ্ছে গাড়ি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের বিভিন্ন স্থান থেকে ধারালো আকৃতির স্পাইক (লোহার পাত) উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে মহাসড়কের পুলিশ ছড়িয়ে-ছিটিয়ে রাখা এসব স্পাইক উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, হুল ফুটিয়ে গাড়ির চাকা বিকল করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের বিভিন্ন স্থানে লোহার ত্রিভুজ আকৃতির ধারালো স্পাইক ফেলে যায় দুর্বৃত্তরা। এতে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি যানবাহনের চাকা নষ্ট হয়ে বিকল হয়ে যায়।

জানা গেছে, বিএনপির ডাকে টানা হরতালের আগের রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের একাধিক জায়গায় দু-চারটি ত্রিভুজ আকৃতির স্পাইক ঝালাই করে রাস্তায় ফেলে রাখা হয়। এতে গাড়ির চাকা পাংচার হয়ে ক্ষতিগ্রস্ত হয়।

গাড়ির বেশ কয়েকজন চালক জানান, নাশকতার নতুন কৌশল বেছে নিয়েছে দুর্বৃত্তরা। তারা গাড়ির চাকা পাংচারের মাধ্যমে মহাসড়কে যানজট সৃষ্টি করতে ত্রিভুজ আকৃতির স্পাইক ফেলে রেখেছিল।

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট এলাকার চাকা মেরামতকারী শওকত বলেন, গাড়ির চাকা পাংচার করতে অদ্ভুত ধরনের একটি ধাতব বস্তু মহাসড়কে বিভিন্ন অংশে ফেলা হয়েছে। যার ফলে চাকায় এসব বস্তু ঢুকে অনেক গাড়ির চাকা পাংচার হয়েছে। পাংচার হওয়া চারটি গাড়ির চাকা মেরামত করেছি আমি।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, তাঁরা মহাসড়কের যেসব স্থানে এসব স্পাইক পড়ে থাকার খবর পেয়েছেন, সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গেছেন। মহাসড়কে বিভিন্ন স্থান থেকে তাঁরা চাকা পাংচারে ব্যবহৃত ত্রিভুজ আকৃতির ৩০টি স্পাইক উদ্ধার করেছেন। তবে বিষয়টি নাশকতা কি না, তা খুবই গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী