হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাশকতার নতুন কৌশল, রাস্তায় ধারালো লোহার পাতের ফাঁদে বিকল হচ্ছে গাড়ি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের বিভিন্ন স্থান থেকে ধারালো আকৃতির স্পাইক (লোহার পাত) উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে মহাসড়কের পুলিশ ছড়িয়ে-ছিটিয়ে রাখা এসব স্পাইক উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, হুল ফুটিয়ে গাড়ির চাকা বিকল করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের বিভিন্ন স্থানে লোহার ত্রিভুজ আকৃতির ধারালো স্পাইক ফেলে যায় দুর্বৃত্তরা। এতে উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি যানবাহনের চাকা নষ্ট হয়ে বিকল হয়ে যায়।

জানা গেছে, বিএনপির ডাকে টানা হরতালের আগের রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের একাধিক জায়গায় দু-চারটি ত্রিভুজ আকৃতির স্পাইক ঝালাই করে রাস্তায় ফেলে রাখা হয়। এতে গাড়ির চাকা পাংচার হয়ে ক্ষতিগ্রস্ত হয়।

গাড়ির বেশ কয়েকজন চালক জানান, নাশকতার নতুন কৌশল বেছে নিয়েছে দুর্বৃত্তরা। তারা গাড়ির চাকা পাংচারের মাধ্যমে মহাসড়কে যানজট সৃষ্টি করতে ত্রিভুজ আকৃতির স্পাইক ফেলে রেখেছিল।

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট এলাকার চাকা মেরামতকারী শওকত বলেন, গাড়ির চাকা পাংচার করতে অদ্ভুত ধরনের একটি ধাতব বস্তু মহাসড়কে বিভিন্ন অংশে ফেলা হয়েছে। যার ফলে চাকায় এসব বস্তু ঢুকে অনেক গাড়ির চাকা পাংচার হয়েছে। পাংচার হওয়া চারটি গাড়ির চাকা মেরামত করেছি আমি।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, তাঁরা মহাসড়কের যেসব স্থানে এসব স্পাইক পড়ে থাকার খবর পেয়েছেন, সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গেছেন। মহাসড়কে বিভিন্ন স্থান থেকে তাঁরা চাকা পাংচারে ব্যবহৃত ত্রিভুজ আকৃতির ৩০টি স্পাইক উদ্ধার করেছেন। তবে বিষয়টি নাশকতা কি না, তা খুবই গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল