হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বাসা থেকে বের হতে না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা তরুণের

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ছেলে। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ায় বাসা থেকে বের হতে না দেওয়ায় এক তরুণ তাঁর মাকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ভোর ৬টার দিকে আখাউড়া উপজেলার আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম নাসিমা বেগম। তিনি ওই এলাকার মিজান মোল্লার স্ত্রী। এ ঘটনায় তাঁর ছেলে সিয়াম মোল্লাকে (১৯) নিজেদের হেফাজতে নিয়েছে আখাউড়া থানার পুলিশ।

স্থানীয় দক্ষিণ আখাউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুসা মিয়া বলেন, ‘ভোর ৬টার দিকে খবর পাই মিজান মোল্লার স্ত্রীকে কে যেন কুপিয়ে হত্যা করেছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে হত্যাকারী সিয়াম মোল্লাকে গ্রেপ্তার করা হয়।’

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন। তিনি বলেন, ‘সিয়ামকে বাসা থেকে বের হতে দেয়নি তার মা। সেই ক্ষোভের কারণেই মাকে তরকারি কাটার বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই স্বীকার করে সে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বের করার চেষ্টা করছি।’

তবে নিহত নাসিমার মেয়ে নাদিরা বেগম বলেন, ‘আমার ভাই প্রতিবন্ধী। সে কয়েক দিন পরপর বাসা থেকে হারিয়ে যায়। হারিয়ে গেলে মা খাওয়াদাওয়া বন্ধ করে কান্নাকাটি করে ভেঙে পড়ত। এ জন্য সিয়াম বাসা থেকে যেন যেতে না পারে সব সময় মা নজরে রাখত। আমার ভাই কখনো মাকে খুন করতে পারে না। সে ভয়ে এসব কথা বলতেছে।’

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ

বিএনপির ৯ জন খুন দুই নেতার বিরোধে

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

চট্টগ্রামে চা বোর্ডের জমি থেকে উচ্ছেদ হচ্ছে আরএসআরএমের কারখানা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা রুবেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি