হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাভার্ড ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে আলিফা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু আলিফা উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের মোহাম্মদ জহিরের মেয়ে।

আজ ‎সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌর সদরের কলেজ রোডের মুখে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী মো. রিপন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে কলেজ রোড এলাকায় অটোরিকশাটি হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা চলন্ত লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি গিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় মায়ের কোলে থাকা শিশু আলিফা ছিটকে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

মীরসরাই হাইওয়ে পুলিশের এটিএসআই সালাউদ্দিন জানান, বিকেলে মহাসড়কের কলেজ রোড এলাকায় সিএনজি অটোরিকশার পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে এক শিশু নিহত হয়েছে। কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক ও গাড়ি জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা