হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রতারণার মামলায় রংপুর বিভাগীয় কমিশনারের অফিস সহায়ক গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রংপুর বিভাগীয় কমিশনার অফিসে কর্মরত অফিস সহায়ককে (সাময়িক বরখাস্ত) জেনারুল হক পিনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দিবাগত রাতে তাঁকে ঢাকা থেকে র‍্যাব-৩ এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার জেনারুল হক পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর পীরগঞ্জ ইউনিয়নের চককরিম গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম। 

পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, জেনারুল হক পিনুর নামে ১১টি ওয়ারেন্ট এবং একটি মামলার রায় ছিল। তিনি পীরগঞ্জ উপজেলার প্রায় ১ হাজার মানুষের কাছে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তাঁর নামে পীরগঞ্জ থানায় গ্রেপ্তার ওয়ারেন্ট আসলে, আমরা গ্রেপ্তারের চেষ্টা করি। এ সময় প্রতারক পিনু চতুর হওয়ায় গা ঢাকা দেয় এবং ঘনঘন স্থান বদল করে ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করে। পরে র‍্যাব-৩ এর সহযোগিতা নিয়ে ঢাকা থেকে তাঁকে দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আগের বিভাগীয় কমিশনারের সময় অফিস সহায়ক জেনারুল হক পিনুর নামে প্রতারণার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তাঁর ব্যাপারে তদন্ত চলমান রয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পেলে আইন অনুযায়ী চাকরিচ্যুতিসহ অন্যান্য শাস্তির জন্য সুপারিশ করা হবে।’ 

তিনি আরও বলেন, ‘বরখাস্ত অফিস সহায়ক পিনু এখন আর কর্মরত নাই। তাঁর বিরুদ্ধে বাইরে প্রতারণাসহ কোনো ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে, সে বিষয়ে আমাদের কোনো দায়ভার নেই।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল