হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কম্বলের গোডাউনে আগুন, তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কদমতলী এলাকায় একটি কম্বলের গোডাউনে অগ্নিকাণ্ড। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি কম্বলের গোডাউনে আগুন লেগেছে। আজ সোমবার বেলা ১টার দিকে গোডাউনটিতে আগুন লাগে। পরে বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কোনো হতাহতের খবর মেলেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম জানায়, বেলা ১টা ৩৫ মিনিটের দিকে খবর পেয়ে ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিভতে আরও সময় লাগবে।

স্থানীয়রা জানান, চারতলা ভবনের চতুর্থ তলায় কম্বলের গোডাউন এবং তৃতীয় তলায় জুতার গোডাউন রয়েছে। ভবনটিতে প্রায় দেড় শ মানুষ কাজ করে, তবে আগুনের সময় কোনো মানুষ সেখানে উপস্থিত ছিল না। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় একজন ভবনমালিক জানান, আগুন সম্ভবত কম্বলের গোডাউন থেকে ছড়িয়ে পড়ে। আশপাশের ভবনগুলোতে মোটর পার্টস, এসি পার্টস, ইলেকট্রিক মালপত্র, লুব্রিকেন্টস, প্লাস্টিক পাইপ, ছাতা, আচারের গোডাউন এবং আমদানিকারকদের মজুত করা পণ্যসহ বিভিন্ন ধরনের মালপত্রের গোডাউন রয়েছে।

ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এই বিষয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল