হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাহ আমানত বিমানবন্দর

মন্ত্রীর ভাইয়ের দোকানের ভাড়া বাকি ২ কোটি টাকা

আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম 

ফাইল ছবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নাম ভাঙিয়ে দুটি খাবারের দোকান বসান তাঁর চাচাতো ভাই মোসাদ্দেক হোসেন নয়ন। ২০০৮ সাল থেকে দোকান দুটির ভাড়া বকেয়া ২ কোটি ১১ লাখ টাকা। গত রোববার বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী দুটি দোকানে অভিযান চালিয়ে বন্ধ করে দেন। তবে হাইকোর্টের একটি রিট আবেদন থাকায় দোকান আবারও চালু করেছেন তিনি।

বিমানবন্দরের সামনে পার্কিং এলাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মালিকানাধীন তিনটি সরকারি স্ন্যাকস কর্নার রয়েছে। এর দুটির ইজারাদার মোসাদ্দেক হোসেন নয়ন, আরেকটির ইজারাদার জসিম উদ্দিন মিন্টু। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল আজকের পত্রিকাকে বলেন, বিমানবন্দরের সামনে পার্কিং এলাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মালিকানাধীন তিনটি সরকারি স্ন্যাকস কর্নার রয়েছে। এগুলোর ইজারাদারেরা হাইকোর্টে রিট করেছেন। তাঁদের দাবি, তাঁরা ভাড়া বেশি দিচ্ছেন। এ জন্য একটি দোকান ২০০৮ সাল থেকে, অন্য দুটি ২০১৪ সাল থেকে ভাড়া ও বিদ্যুৎ বিল দিচ্ছে না। এতে ২ কোটি টাকার বেশি ভাড়া ও বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের সামনে পার্কিং এলাকায় স্ন্যাকস কর্নারের এমএইচ-১ (মোশারফ হোসেন-১), এমএইচ-২-এর (মোশারফ হোসেন-২) ইজারাদার এমএইচ ট্রেডার্স গং। যার মালিক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চাচাতো ভাই মোসাদ্দেক হোসেন নয়ন। এ দুটি স্ন্যাকস কর্নারের কাছে বিমানবন্দর কর্তৃপক্ষের ২০১৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুলাই পর্যন্ত বকেয়া রয়েছে ১ কোটি ৩৪ লাখ ২০ হাজার ৫৩৬ টাকা। এর মধ্যে ২০১৩ সালের ১ জুন থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বিদ্যুৎ বিল বাবদ ২০ লাখ ৮২ হাজার ৫৩১ টাকা এবং ইজারার ভাড়া ১ কোটি ১৩ লাখ ৩৮ হাজার ৫ টাকা।

আরেকটি দোকান শাহ আমানত স্ন্যাকস কর্নারের ইজারাদার জসিম উদ্দিন মিন্টু। তিনি ২০০৮ সালে ইজারা নেন। এর ইজারাদার ২০০৮ সালে দোকান নেওয়ার কয়েক মাসের মধ্যে ভাড়া পরিশোধ বন্ধ করে দেন। প্রতিবছর ভ্যাটসহ ১ লাখ ৯৬ হাজার ৩৫০ টাকা ইজারার ভাড়া পরিশোধ করার কথা। সেই হিসাবে গত ১৬ বছরে সরকারের পাওনা রয়েছে ৬৪ লাখ ৯ হাজার ৪৪০ টাকা। বিদ্যুৎ বিল বকেয়া ১৩ লাখ ৫৭৯ টাকা। সব মিলিয়ে শাহ আমানত স্ন্যাকস কর্নারের ১৬ বছরে সরকারের ইজারার ভাড়া ও বিদ্যুৎ বিল বাবদ পাওনা রয়েছে ৭৭ লাখ ১০ হাজার ২৯ টাকা।

এ বিষয়ে স্ন্যাকস কর্নার এমএইচ-১ ও এমএইচ-২-এর ম্যানেজার কাজী হৃদয় বলেন, ‘আমাদের এমএইচ ট্রেডার্সের মালিক মোসাদ্দেক হোসেন নয়ন এবং তিনি সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী মোশাররফ হোসেনের চাচাতো ভাই।’ দোকানের ভাড়া দেন কি না জানতে চাইলে তিনি বলেন, মামলা চলছে, তাই ভাড়া দিতে হয় না।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার