হোম > সারা দেশ > কুমিল্লা

কৃষিজমি থেকে মাটি উত্তোলন, ৩ জনের জেল-জরিমানা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে খননযন্ত্র দিয়ে কৃষিজমি থেকে মাটি উত্তোলন করায় দুজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া এসব মাটি কেনার অভিযোগে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চান্দলা ইউনিয়নের খলিফাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. নাজমুল হাসান ও মো. মাঈন উদ্দিন। তাঁরা উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই গ্রামের বাসিন্দা। এ ছাড়া অর্থদণ্ডপ্রাপ্ত আনাছ বিন ফারুক উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা গ্রামের বাসিন্দা। 

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। এ ছাড়া উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দীনসহ ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল সহযোগিতা করে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এসব মাটি কেনার অভিযোগে আরেক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ইউএনও স ম আজহারুল ইসলাম আরও বলেন, ‘অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। খবর পেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ