মৌলভীবাজারের কমলগঞ্জ থানার এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে চট্টগ্রামের কর্ণফুলী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রোববার রাতে কর্ণফুলীর বন্দর কাফকো সেন্টার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরুণের নাম আলাল মিয়া (১৯)। তিনি কমলগঞ্জ উপজেলার দক্ষিণ গুলের হাওর এলাকার ছাবুল মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আলাল মিয়া সপ্তম শ্রেণির (১২) কিশোরীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। একপর্যায়ে গত ৭ সেপ্টেম্বর বিকেলে ওই কিশোরীকে তাদের বাড়ির সামনে থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণের পর ওই কিশোরীকে ধর্ষণ করে। একদিন পর ওই কিশোরীকে আলালের মামার বাড়ি থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এদিকে ওই ঘটনায় অপহৃত কিশোরীর মা বাদী হয়ে গত ৭ অক্টোবর কমলগঞ্জ থানায় আলাল মিয়াকে প্রধান আসামি করে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করলে আলাল মিয়া কর্ণফুলীতে পালিয়ে থাকে। সেখান থেকে রোববার রাতে র্যাব তাঁকে গ্রেপ্তার করে।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলাল মিয়া ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাই তাঁকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।