হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাপের কামড়ে কিশোর-কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে সাপের কামড়ে কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) ভোরে আনোয়ারা উপজেলায় এক কিশোরী এবং গতকাল শুক্রবার (১ আগস্ট) রাতে লোহাগাড়ায় এক কিশোরের মৃত্যু হয়।

আনোয়ারায় সাপের কামড়ে মারা যাওয়া কিশোরীর নাম নাঈমা আক্তার (১৩)। তার বাড়ি উপজেলার রায়পুরা ইউনিয়নের সরেঙ্গা গ্রামে। সে স্থানীয় একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ত।

স্থানীয়রা জানায়, রাতে মায়ের সঙ্গে ঘুমিয়েছিল নাঈমা। রাত ৩টার দিকে হঠাৎ ঘুম ভেঙে চিৎকার করে ওঠে সে। পরিবারের সদস্যরা তাকে সাপে ছোবল দেওয়ার বিষয়টি বুঝতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন বলেন, ‘ভোরের দিকে সাপে কাটা এক রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে বাড়িতে কিংবা পথেই তার মৃত্যু হয়। তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আমাদের কাছে অ্যান্টিভেনম ছিল। কিন্তু তার চিকিৎসার সুযোগ আমরা পাইনি।’

এদিকে লোহাগাড়া উপজেলায় বিষধর সাপের কামড়ে মারা গেছে মো. তাওসিফ (১৬)। তার বাড়ি উপজেলার পুটিবিলা ইউনিয়নের সরাইয়া গ্রামে।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার সন্ধ্যার দিকে নিজ ঘরের উঠোনে তাওসিফকে সাপ কামড় দেয়। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিৎসক বলেন, সাপে কাটা তাওসিফকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১