হোম > সারা দেশ > চট্টগ্রাম

আট বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আট বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। পর্যায়ক্রমে সবগুলোতে জামিন হয়েছে। সর্বশেষ মামলায় তাঁকে গতকাল সোমবার উচ্চ আদালত জামিন দিয়েছেন।

আসলাম চৌধুরীর আইনজীবী কে এম সাইফুল ইসলাম বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে ৭৬টি মামলা ছিল। সব মামলায় তিনি জামিন পেয়েছেন।

২০১৩ সালের ঢাকার কোতোয়ালি থানার একটি মামলায় আসলাম চৌধুরীর নাম না থাকার পরও তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখা হয়েছিল। গতকাল সোমবার আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে তাঁকে মুক্তির আদেশ দিয়েছেন।

রাজনৈতিক মামলার পাশাপাশি আসলাম চৌধুরীর বিরুদ্ধে দুদক, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অন্তত ২০টি মামলা রয়েছে। 

এদিকে জামিনে বেরিয়ে আসার খবর পেয়ে বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রাম কারাগারের সামনে নেতা-কর্মীরা ভিড় জমান। সকাল ১০টার দিকে আসলাম চৌধুরী কারাগার থেকে বের হওয়ার পরপরই দলের নেতা-কর্মীরা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেন। এ সময় সেখানে কর্মীদের স্লোগান দিতে দেখা যায়।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী