কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে উম্মে কুলছুম (২৯) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের নাইঘর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তাঁর কাছ থেকে ভারতীয় ৯ কেজি গাঁজা জব্দ করে।
গ্রেপ্তার উম্মে কুলসুম গাজীপুরের গাছা ইউনিয়নের মৈরান গ্রামের জজ মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার মাদক কারবারি উম্মে কুলসুমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।