হোম > সারা দেশ > নোয়াখালী

শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে না পারলে আপনি-আমি কোথায় যাব: সুবর্ণচর আ.লীগ সভাপতি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

‘আগামী নির্বাচনে যেকোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। তা না হলে কোথায় আপনি যাবেন, কোথায় আমি যাব, কোথায় এমপি যাবে—কাউকে খুঁজে পাওয়া যাবে না। জামায়াত-বিএনপি যদি ক্ষমতায় আসে, ১ কোটি লোককে ওরা মেরে ফেলবে।’ 

গতকাল সোমবার সন্ধ্যায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন এসব কথা বলেন। 

বাহার উদ্দিন খেলন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও স্পিকার আবদুল মালেক উকিলের ছোট ছেলে। বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক ছিলেন। 

বাহার উদ্দিন খেলন বলেন, সামনে নির্বাচন, আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যাই। আমরা একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি না করি। জামায়াত-বিএনপি যদি আবার ক্ষমতায় আসে, ১ কোটি লোককে ওরা মেরে ফেলবে। আর কোনো দিন এখানে আওয়ামী লীগের কথা বলা যাবে না। আজকে তারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। এর আগেও ২১ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্তু গরিব মানুষের দোয়ায় শেখ হাসিনা বারবার ফিরে এসেছেন, ফিরে আসবেন।

উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুল চৌধুরীর সঞ্চালনায় সহসভাপতি মো. মিজানুর রহমান দীপকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান দিপক, চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসার ডিপটি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জাবেদ। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো. আবুল বাসার, সহসাধারণ সম্পাদক বাহার চৌধুরী, সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নিপু, চর জব্বার ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ইয়াছিন আরাফাত, আওয়ামী লীগ নেতা বাবলু চৌধুরী, চরজুবলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন বাবলু প্রমুখ।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত