হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মসলার গুদামে বিষক্রিয়ায় শ্রমিকের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের খাতুনগঞ্জে মসলার গুদামে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত ওই শ্রমিকের নাম মো. মাসুদ (৩৫)। তাঁর বাড়ি কুমিল্লা জেলায়। এর আগে শুক্রবার সকালে কোতোয়ালি থানার খাতুনগঞ্জের নবী মার্কেটে অবস্থিত টিপিপি এন্টারপ্রাইজ নামের মসলার একটি গুদাম থেকে মাসুদসহ তিন শ্রমিককে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনাস্থলে যাওয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার রাতে ওই গুদামে ঘুমিয়ে পড়েন তিন শ্রমিক। পর দিন সকালে ঘুম থেকে ওঠার পর মাথায় প্রচণ্ড ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন তাঁরা। তাঁদের মধ্যে মৌসুমের অবস্থা গুরুতর ছিল। পরে গুদামে থাকা অন্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন। তাঁদের মধ্যে মাসুদ চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। বাকি দুজন সুস্থ হয়ে নিজ নিজ বাসায় ফিরেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মিজানুর রহমান বলেন, ওই গুদামে রাখা মসলাজাতীয় পণ্য বিভিন্ন পোকামাকড় ও ইঁদুরের হাত থেকে বাঁচাতে সেখানে নিয়মিত কীটনাশক ব্যবহার করা হতো। বৃহস্পতিবার রাতেও কর্তৃপক্ষ গুদামে কীটনাশক ছিটিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, কীটনাশকের বিষক্রিয়ায় গুদামের একপাশে ঘুমিয়ে থাকা ওই শ্রমিকেরা আক্রান্ত হয়েছিলেন।

পুলিশ কর্মকর্তা মিজানুর আরও জানান, অভিযোগ থাকলে নিহত ব্যক্তির পরিবারকে লিখিত আকারে জানাতে বলা হয়েছে। কিন্তু তাঁরা অভিযোগ করবেন না বলে জানিয়ে দেন।

এ বিষয়ে জানতে টিপিপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস এম সালাউদ্দিনের মোবাইল ফোন একাধিকবার কল ও বার্তা পাঠানোর পরও তিনি সাড়া দেননি।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক