হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় ২ রেস্তোরাঁ সাময়িক বন্ধ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ায় খাবারে দুর্গন্ধ থাকায় একটি রেস্তোরাঁকে জরিমানা এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় দুটি রেস্তোরাঁ সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলা সদরের ওচখালী বাজারে অভিযান চালিয়ে এসব হোটেল বন্ধ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি কর্মকর্তা আাজিজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের কর্মচারীরা ও নৌবাহিনীর সদস্যরা।

অভিযানের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও-ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা। তিনি বলেন, নৌবাহিনীর সহযোগিতায় হাতিয়ায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ কাজ অব্যাহত থাকবে। আজকে উপজেলা সদরের তিনটি রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন বাজারে যাওয়া হবে।

নৌবাহিনী জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সব ধরনের অনিয়ম বন্ধে নৌবাহিনী কাজ করে যাচ্ছে। হাতিয়া কনটিনজেন্টের অধীনে নৌবাহিনীর সদস্যরা উপজেলার ওচখালী বাজারে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে। এতে খাবারে দুর্গন্ধ থাকায় বাগেরহাট মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করায় বিসমিল্লাহ হোটেল ও মোহাম্মদিয়া হোটেলকে আগামী শনিবার পর্যন্ত হোটেল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে এই তিন দিন তারা রেস্তোরাঁর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রোববার থেকে আবার চালু করতে পারবে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ