হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদা না পেয়ে ফুটপাতে চা বিক্রেতা দুই নারীকে শ্লীলতাহানি, ৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে চাঁদা না পেয়ে ফুটপাতে চা বিক্রেতা দুই নারীকে শ্লীলতাহানির অভিযোগে চার ব্যক্তির বিরুদ্ধে মামলার জন্য থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। চা বিক্রেতা এক নারীর (৩২) অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আদালত এই আদেশ দেন।

মামলায় অভিযুক্তরা হলেন ডবলমুরিং থানাধীন মো. এরশাদ (৩০), একই এলাকার মো. সালাউদ্দিন (৩০), মো. পাভেল (৩৫) ও কোতোয়ালি এলাকার অজয় চক্রবর্তী (৩৬)। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ বিনতে মোতালেব বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

এর আগে মামলার জন্য প্রথমে থানায় যান ওই নারী। পুলিশ মামলা না নিলে আদালতের দারস্থ হন। পরে আদালত অভিযোগটি আমলে নিয়ে এফআইআর হিসেবে মামলা গ্রহণ করতে থানা পুলিশকে নির্দেশ দেন। 

ওই নারী ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট ওভার ব্রিজের নিচে ফুটপাতে ভ্যানগাড়িতে করে চা বিক্রি করেন। পাশেই একটি ঘর তুলে সেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ বিনতে মোতালেব বলেন, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৪৩ / ৩০৭ / ৩২৩ / ৩২৪ / ৩৫৪ / ৩৮০ / ৩৮৫ / ৩৮৬ / ৪৪৮ / ৪৫২ / ৫০৬ (খ) / ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। 

এই বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন আজ শুক্রবার আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার পর্যন্ত আদালতের এই ধরনের কোনো নির্দেশনা আমরা এখনো পাইনি। 

মামলার নথিসূত্রে জানা গেছে, ভাসমান দোকানটির জন্য অভিযুক্ত আসামিরা বিভিন্ন সময় ওই নারীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। গত ২৭ এপ্রিল বাদিনীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা, তা নহলে দোকানের জায়গা ছেড়ে দিতে বলে। এই ঘটনায় ওইদিনই স্থানীয় থানায় একটি জিডি করেন ওই নারী। এতে করে আসামিরা ভুক্তভোগী নারীর প্রতি আরও ক্ষিপ্ত হন। 

অভিযোগ উঠে, ৩০ এপ্রিল সন্ধ্যায় আসামিরা ওই নারীর দোকানের সামনে এসে তাঁর চুলের মুঠি ধরে নিচে ফেলে দেয়। পরে তাঁর দোকানটি ভেঙে ফেলে। পরে আসামিরা সবার সামনে ভুক্তভোগী নারীকে হত্যার উদ্দেশ্যে মারধর, টানা হেচড়া ও তাঁর পরিধেয় কাপড় ছিঁড়ে ফেলে। এ সময় ওই নারীর ননদ এগিয়ে আসলে তাঁকেও শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে আশেপাশে লোকজন জড়ো হলে আসামিরা ওই নারীদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার বিষয়ে থানা-পুলিশকে জানালে তাঁরা বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করেন।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ