হোম > সারা দেশ > নোয়াখালী

ওবায়দুল কাদের মিথ্যুক: কাদের মির্জা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মিথ্যুক, প্রতারক, বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেছেন তাঁর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি বলেছেন, `ওবায়দুল কাদের কোনো নেতা নয়, নেতার কোনো  চরিত্র তার নেই। সে তার স্ত্রীর কথায় চলে।'

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আলোচনাসভায় কাদের মির্জা ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরের সমালোচনা করে বলেন, `তার স্ত্রীর কি কোম্পানীগঞ্জে কোনো কর্মীর সঙ্গে তার যোগাযোগ আছে নাকি? তার যোগাযোগ বাদল, মঞ্জু, খিজির হায়াত, নবী, সাহাব উদ্দিনদের সঙ্গে; প্রতারকদের সঙ্গে তার সম্পর্ক।' 

কাদের মির্জা বলেন, `আজকে এই কোম্পানীগঞ্জে যে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে, এটা দুঃখজনক। এটা কি চলতে দেওয়া যায়? এটার জন্য দায়ী ওবায়দুল কাদের। আমাকে বলেছে সব জামিন আমি করাব। কিন্তু সে মিথ্যুক, প্রতারক, বিশ্বাসঘাতক। সে কোনো নেতা নয়, নেতার কোনো  চরিত্র তার নেই।' 

কাদের মির্জা আরও বলেন, `নোয়াখালীর চৌমুহনীতে অনেকের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে, মন্দির জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট লুট করেছে। এত কিছুর পরও এখানকার এসপিকে সরানো হয় নাই। অথচ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক এসপিকে সরানো হয়েছে। এই এসপিকে কী জন্য রাখছে? আমাদের দমন করার জন্য? আমাদের ওপর অত্যাচার, জুলুম করার জন্য ওবায়দুল রাখছে। তবে আজকে আমি ভীত নই।' 

এ সময় উপস্থিত অনুসারীদের মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর পদাঙ্ক অনুসরণ করে জীবনের প্রতিটি স্তরে মহানবীর আর্দশ লালন করার আহ্বান জানান তিনি। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল