হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেকের মর্গে ৩ দিন ধরে পড়ে আছে ঘাড় মটকানো অজ্ঞাত শিশু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে তিন দিন ধরে পড়ে আছে আনুমানিক ১০ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর লাশ। তার পরিচয় না পাওয়ায় এত সময় ধরে লাশঘরেই তার ঠিকানা। জিনস প্যান্ট ও ফুল হাতা শার্ট পরা ওই শিশুটির ঘাড় ছিল মটকানো। 

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশ ওই শিশুর পরিচয় শনাক্ত করতে পারেনি। গত ২৫ মে নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট ফেরিঘাট সংলগ্ন ডক ইয়ার্ডের কাছে একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির শরীরে কোথাও জখমের চিহ্ন নেই, কিন্তু তার ঘাড় ভাঙা ছিল। আমরা ধারণা করছি শিশুটি হত্যাকাণ্ডের শিকার। একদিন আগে তাকে হত্যা করা হতে পারে। এ কারণে মাংসের সামান্য পচন ধরেছে। তবে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর।’ 

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর আশপাশের এলাকায় খোঁজ নিলে কেউ শিশুটিকে চিনতে পারেনি। শিশুটির পরিচয় জানার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। কিন্তু শিশুটির পরিচয় এখনো পাওয়া যায়নি। 

পুলিশ আরও জানায়, যে ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত। সেখানে জোয়ারের পানি প্রবেশ করে। লাশটি ভেসে এসেছে নাকি কেউ ডোবায় ফেলে গেছে সেটা নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের। কারণ শিশুটির এক হাতের সঙ্গে তার একটি স্যান্ডেল লাগানো ছিল।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু