হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেকের মর্গে ৩ দিন ধরে পড়ে আছে ঘাড় মটকানো অজ্ঞাত শিশু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে তিন দিন ধরে পড়ে আছে আনুমানিক ১০ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর লাশ। তার পরিচয় না পাওয়ায় এত সময় ধরে লাশঘরেই তার ঠিকানা। জিনস প্যান্ট ও ফুল হাতা শার্ট পরা ওই শিশুটির ঘাড় ছিল মটকানো। 

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশ ওই শিশুর পরিচয় শনাক্ত করতে পারেনি। গত ২৫ মে নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট ফেরিঘাট সংলগ্ন ডক ইয়ার্ডের কাছে একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির শরীরে কোথাও জখমের চিহ্ন নেই, কিন্তু তার ঘাড় ভাঙা ছিল। আমরা ধারণা করছি শিশুটি হত্যাকাণ্ডের শিকার। একদিন আগে তাকে হত্যা করা হতে পারে। এ কারণে মাংসের সামান্য পচন ধরেছে। তবে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর।’ 

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর আশপাশের এলাকায় খোঁজ নিলে কেউ শিশুটিকে চিনতে পারেনি। শিশুটির পরিচয় জানার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। কিন্তু শিশুটির পরিচয় এখনো পাওয়া যায়নি। 

পুলিশ আরও জানায়, যে ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত। সেখানে জোয়ারের পানি প্রবেশ করে। লাশটি ভেসে এসেছে নাকি কেউ ডোবায় ফেলে গেছে সেটা নিয়ে সন্দেহ রয়েছে পুলিশের। কারণ শিশুটির এক হাতের সঙ্গে তার একটি স্যান্ডেল লাগানো ছিল।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল