হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

একাধিকবার নাম পরিবর্তন, অবশেষে মাদক মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অবশেষে মাদক মামলায় পলাতক থাকা ইব্রাহীম আহমেদ ওরফে শাহীন (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে জেলা শহরের কান্দিপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহীন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবগঠিত আহ্বায়ক  কমিটির যুগ্ম আহ্বায়ক । দুপুরে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ জানায়, ২০১৭ সালে ২৫শে জুলাই রাজধানীর খিলগাঁও থানার এলাকার বনশ্রী থেকে ইব্রাহীম আহমেদসহ ৩ জনকে ১৪ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে পুলিশ। সেই মামলায় নিজেকে ইব্রাহীম আহমেদ পরিচয় দিয়ে পিতার নাম জয়নাল আবেদীন ও বাড়ি সদর উপজেলার সুলতানপুরে উল্লেখ্য করেন। ওই মামলায় আদালত থেকে জামিন পেয়ে ইব্রাহীম আহমেদ ওরফে শাহীন দীর্ঘদিন পলাতক থাকেন। ফলে মাদক মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই গ্রেপ্তারি পরোয়ানা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পাঠানো হয়। কিন্তু ইব্রাহীম আহমেদ নামে কাউকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। কারণ ইব্রাহীম আহমেদ ওরফে শাহীন নিজেকে কখনো শাহীনূর ইসলাম আবার কখনো শাহীনুর আহমেদ পরিচয় ব্যবহার করে যাচ্ছিলেন। পিতা ও মাতার নাম একই ব্যবহার করে যাচ্ছিলেন। এসব পরিচয় সে তার দলীয় কর্মকাণ্ডে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করে যাচ্ছিলেন। অবশেষে তদন্তে বের হয়ে আসে এই শাহীনই ইব্রাহীম আহমেদ। অবশেষে ওই মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

 এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বলেন, মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানায় ইব্রাহীম আহমেদ ওরফে শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সে নিজের নাম পরিচয় একেক সময় একেকটা দিয়ে যাচ্ছেন। তবে তার বিরুদ্ধে মাদক মামলা আছে বলে স্বীকার করেছেন এবং সেই মামলায় তিনি জামিনে রয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু তিনি জামিন নিয়েছেন এর কোনো  প্রমাণ দেখাতে পারেননি। এই মামলাটি ছাড়াও তার বিরুদ্ধে আরও ৫টি মামলা চলমান আছে বলেও জানান পুলিশ পরিদর্শক সোহরাব।

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা