হোম > সারা দেশ > চট্টগ্রাম

জামিনে বের হয়ে খুন হলেন সাবেক ইউপি সদস্য

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরপাড়ে পাওয়া গেছে আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হারাধন চৌধুরীর (৬৫) মরদেহ। পরিবারের দাবি, ভোররাত সাড়ে ৩টার দিকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় এবং সকালে বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি পুকুরপাড়ে তাঁর মরদেহ পাওয়া যায়। 

আজ বুধবার সকালে হারাধনের লাশ পুকুরপাড় থেকে উদ্ধার করে বোয়ালখালী থানার পুলিশ। এ সময় তাঁর মোবাইল ফোন ও কম্বল পাওয়া যায় পাশের একটি জমিতে। নিহতের পরনে ছিল লুঙ্গি, গায়ে শার্ট। তাঁর পায়ে কাদা লেগে ছিল। তবে তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক। 

ওসি আবদুর রাজ্জাক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হারাধন চৌধুরী উপজেলার উত্তর কড়লডেঙ্গা গ্রামের হরদাশ মাতব্বরবাড়ির মৃত চিন্তাহরণের ছেলে। তাঁর দুই সংসারে ৪ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তাঁর প্রথম স্ত্রী সন্তানদের নিয়ে শহরে থাকেন। গ্রামের বাড়িতে দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া ও দুই মেয়েকে নিয়ে থাকতেন হারাধন চৌধুরী। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া চৌধুরী জানান, বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে বাড়ির আশপাশে তিনটি অটোরিকশা ঘোরাঘুরি করতে থাকে। তাই তিনি (হারাধন) ভয়ে ঘরে না এসে বাড়ির বাইরে অবস্থান করছিলেন। সেখান থেকেই তাঁকে থেকে ধরে নিয়ে যায়। এরপর তিনি ঘরে ফিরে আসেননি। 

স্থানীয়রা বলছে, হিন্দু ধর্মাবলম্বীদের মনসা পূজা উপলক্ষে বাড়ির বাইরে প্রায়জনই জেগে গল্পগুজবে ব্যস্ত ছিলেন। এরপর ভোররাত সাড়ে ৩টার দিকে বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশার শব্দ শোনা যায়। ঘর থেকে হারাধনের স্ত্রী বের হয়ে অটোরিকশায় এলাকার পরিচিত একজনকে দেখতে পেয়ে তিনি পুলিশ নিয়ে এসেছে সন্দেহে স্বামীকে সরে যেতে বললে হারাধন বাইরে অবস্থান করছিলেন। 

প্রসঙ্গত, এর আগে স্থানীয় একটি মারামারির ঘটনায় হওয়া মামলায় আদালতে জামিন নিতে গিয়ে হারাধন চৌধুরী গ্রেপ্তার হন। তিনি ১০ দিন ধরে জেলহাজতে ছিলেন। এলাকাবাসী চাঁদা তুলে তাঁকে জামিনে আনেন। আদালতে জামিন পেয়ে দুই-তিন  দিন আগে হারাধন চৌধুরী বাড়ি আসেন। 

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী