হোম > সারা দেশ > চট্টগ্রাম

দোকানিকে ব্যস্ত রেখে ক্যাশ থেকে টাকা চুরি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আকবরশাহ এলাকায় ফ্লেক্সিলোডের দোকানিকে ব্যস্ত রেখে ক্যাশ বাক্স থেকে ৪৭ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বাকলিয়া তুলাতলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী থানার আবু বক্কর ওরফে খাইরুল (২৮), বাকলিয়া বাস্তুহারা কলোনির জসিম উদ্দিন (২৫) ও কুমিল্লা মুরাদনগর থানার মো. বাহাদুর (৩১)। এরা সবাই বর্তমানে বাকলিয়া থানা এলাকায় থাকেন।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মঙ্গলবার বলেন, সোমবার সকালে আকবরশাহ থানার কর্ণেলহাট এলাকায় অজ্ঞাতনামা কিছু লোক ফ্লেক্সিলোড করতে আসেন। এ সময় দোকানিকে ব্যস্ত রেখে তাঁরা ক্যাশ বাক্স থেকে ৪৭ হাজার টাকা চুরি করে নিয়ে যান।

এই ঘটনায় থানায় একটি মামলা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চুরির ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ওসি বলেন, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় চুরি, দস্যুতা ও মারামারির মামলা রয়েছে। 

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প