হোম > সারা দেশ > চট্টগ্রাম

দোকানিকে ব্যস্ত রেখে ক্যাশ থেকে টাকা চুরি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আকবরশাহ এলাকায় ফ্লেক্সিলোডের দোকানিকে ব্যস্ত রেখে ক্যাশ বাক্স থেকে ৪৭ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বাকলিয়া তুলাতলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী থানার আবু বক্কর ওরফে খাইরুল (২৮), বাকলিয়া বাস্তুহারা কলোনির জসিম উদ্দিন (২৫) ও কুমিল্লা মুরাদনগর থানার মো. বাহাদুর (৩১)। এরা সবাই বর্তমানে বাকলিয়া থানা এলাকায় থাকেন।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মঙ্গলবার বলেন, সোমবার সকালে আকবরশাহ থানার কর্ণেলহাট এলাকায় অজ্ঞাতনামা কিছু লোক ফ্লেক্সিলোড করতে আসেন। এ সময় দোকানিকে ব্যস্ত রেখে তাঁরা ক্যাশ বাক্স থেকে ৪৭ হাজার টাকা চুরি করে নিয়ে যান।

এই ঘটনায় থানায় একটি মামলা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চুরির ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ওসি বলেন, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় চুরি, দস্যুতা ও মারামারির মামলা রয়েছে। 

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড

চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বোয়ালখালীতে নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল মরদেহ