হোম > সারা দেশ > চট্টগ্রাম

দোকানিকে ব্যস্ত রেখে ক্যাশ থেকে টাকা চুরি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আকবরশাহ এলাকায় ফ্লেক্সিলোডের দোকানিকে ব্যস্ত রেখে ক্যাশ বাক্স থেকে ৪৭ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বাকলিয়া তুলাতলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী থানার আবু বক্কর ওরফে খাইরুল (২৮), বাকলিয়া বাস্তুহারা কলোনির জসিম উদ্দিন (২৫) ও কুমিল্লা মুরাদনগর থানার মো. বাহাদুর (৩১)। এরা সবাই বর্তমানে বাকলিয়া থানা এলাকায় থাকেন।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মঙ্গলবার বলেন, সোমবার সকালে আকবরশাহ থানার কর্ণেলহাট এলাকায় অজ্ঞাতনামা কিছু লোক ফ্লেক্সিলোড করতে আসেন। এ সময় দোকানিকে ব্যস্ত রেখে তাঁরা ক্যাশ বাক্স থেকে ৪৭ হাজার টাকা চুরি করে নিয়ে যান।

এই ঘটনায় থানায় একটি মামলা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চুরির ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ওসি বলেন, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় চুরি, দস্যুতা ও মারামারির মামলা রয়েছে। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১