হোম > সারা দেশ > চট্টগ্রাম

দোকানিকে ব্যস্ত রেখে ক্যাশ থেকে টাকা চুরি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আকবরশাহ এলাকায় ফ্লেক্সিলোডের দোকানিকে ব্যস্ত রেখে ক্যাশ বাক্স থেকে ৪৭ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বাকলিয়া তুলাতলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী থানার আবু বক্কর ওরফে খাইরুল (২৮), বাকলিয়া বাস্তুহারা কলোনির জসিম উদ্দিন (২৫) ও কুমিল্লা মুরাদনগর থানার মো. বাহাদুর (৩১)। এরা সবাই বর্তমানে বাকলিয়া থানা এলাকায় থাকেন।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মঙ্গলবার বলেন, সোমবার সকালে আকবরশাহ থানার কর্ণেলহাট এলাকায় অজ্ঞাতনামা কিছু লোক ফ্লেক্সিলোড করতে আসেন। এ সময় দোকানিকে ব্যস্ত রেখে তাঁরা ক্যাশ বাক্স থেকে ৪৭ হাজার টাকা চুরি করে নিয়ে যান।

এই ঘটনায় থানায় একটি মামলা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে চুরির ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ওসি বলেন, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় চুরি, দস্যুতা ও মারামারির মামলা রয়েছে। 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল