হোম > সারা দেশ > ফেনী

শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে ছাগলনাইয়া পৌর শহরের পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের আজিজিয়া মাদ্রাসা গলির বসর কোম্পানির বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। 

নিহত গৃহবধূর নাম হালিমা আক্তার মিলি (২৫)। তিনি ওই এলাকার মৃত বসর কোম্পানির ছেলে সৌদি আরব প্রবাসী আবুল হোসেন রুবেলের স্ত্রী এবং একই এলাকার মজিবুল হক কোম্পানির মেয়ে। 

পুলিশ ও স্বজনেরা জানায়, ২০১৭ সালে হালিমা আক্তার মিলির বিয়ে হয়। এই দম্পতির কোনো সন্তান নেই। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছেন আবুল হোসেন রুবেল। আজ বুধবার হাসপাতালে ভর্তি থাকা শাশুড়িকে দেখতে যান এই দম্পতি। পরে দুপুরে বাড়ি ফিরে ফের রুবেল হাসপাতালে যান। এদিকে মিলির মোবাইল ফোন বন্ধ থাকায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন তাঁর মা-বাবা ও ভাই বোনেরা। 

মিলিকে না পেয়ে তাঁর বাড়ি এসে কক্ষের দরজা বন্ধ পান। জানালা দিয়ে প্রতিবেশী ও স্বজনেরা দেখেন মিলি ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধার করে। 

নিহত মিলির বাবা বলেন, ‘আমার মেয়ে কিছুদিন যাবৎ অসুস্থ। শ্বশুর বাড়ির লোকজন দীর্ঘদিন যাবৎ তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। ওই বাড়ির লোকজন আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি হত্যা মামলা করব।’ 

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ঘরের দরজা ভেঙে মিলির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী