চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন অল্পের জন্য রক্ষা পেয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুসহ প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী। দীর্ঘদিন রেল চালনার অভিজ্ঞতা ও দক্ষতায় শাটল ট্রেনটি নিরাপদে থামাতে সক্ষম হয়েছেন লোকোমাস্টার মো. ওমর ফারুক।
লোকোমাস্টার ওমর ফারুক জানান, শাটল ট্রেনটি বিকেল ৩টায় চবি থেকে শহরের দিকে ছেড়ে আসে। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে অক্সিজেনের কেডিএস এলাকায় পৌঁছায় ট্রেনটি। কিন্তু কেডিএস গার্মেন্টসের সামনে লেভেল ক্রসিংয়ে ওপর ছিল একটি বাস। সামনে পেছনে বহু যানবাহন। হর্ন দেওয়ার পরও বাসটি সরছিল না। কারণ বাসের সামনে বিশাল যানজট।
ওমর ফারুক বলেন, এ সময় ট্রেনটি ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে চলছিল। রেল লাইনের ওপর বাস দেখতে পেয়ে ইমারজেন্সি ব্রেক করে ট্রেনটি কোনোরকমে থামাতে সক্ষম হয়েছি। ট্রেনটি থামে ওই বাসটির একেবারে পাশে গিয়ে। যানজট স্বাভাবিক হওয়ার পর বাসটি রেললাইনের ওপর থেকে চলে গেলে, ১০ মিনিট পর ট্রেন নিয়ে চট্টগ্রাম স্টেশনে চলে আসি।
এ সময় তার সঙ্গে সহকারী লোকোমাস্টার সজিব চৌধুরীও ছিলেন বলে জানান লোকোমাস্টার ওমর ফারুক।