হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বিবিরহাটে নুরুল আলম রাজু নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যার দায়ে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক এ রায় দেন। 

এ ঘটনার আসামিরা হলেন, মোহাম্মদ জহির, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ রকি, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ইমন ও মোহাম্মদ দিপু। আসামি ইমন ও দিপুর উপস্থিতিতে রায় ঘোষণা দেওয়া হয়। বাকি চার আসামি পলাতক রয়েছেন। আসামিরা স্থানীয় পাঁচলাইশ বিবিরহাট এলাকার ছাত্রলীগ-যুবলীগ কর্মী হিসেবে পরিচিত। একই রায়ে আদালত ১৪ আসামিকে বেকসুর খালাস দেন। এ ছাড়া দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে তাদের বিচার চলছে। 

ট্রাইব্যুনাল পিপি মোহাম্মদ আইয়ুব খান আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রপক্ষে অভিযোগ প্রমাণ করায় আদালত এ রায় দিয়েছেন। 

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২২ নভেম্বর রাত সোয়া ১টার দিকে নগরীর পাঁচলাইশ থানার বিবির হাট এলাকায় নুরুল আলমকে কুপিয়ে খুন করে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ ইউসুফ পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। রাষ্ট্রপক্ষের ১৭ সাক্ষীর ১৫ জন ও আসামিপক্ষে তিনজন আদালতে সাক্ষ্য দেন। 
 
নিহতের বাবা মোহাম্মদ ইউসুফ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি. যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১