হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বিবিরহাটে নুরুল আলম রাজু নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যার দায়ে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক এ রায় দেন। 

এ ঘটনার আসামিরা হলেন, মোহাম্মদ জহির, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ রকি, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ইমন ও মোহাম্মদ দিপু। আসামি ইমন ও দিপুর উপস্থিতিতে রায় ঘোষণা দেওয়া হয়। বাকি চার আসামি পলাতক রয়েছেন। আসামিরা স্থানীয় পাঁচলাইশ বিবিরহাট এলাকার ছাত্রলীগ-যুবলীগ কর্মী হিসেবে পরিচিত। একই রায়ে আদালত ১৪ আসামিকে বেকসুর খালাস দেন। এ ছাড়া দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে তাদের বিচার চলছে। 

ট্রাইব্যুনাল পিপি মোহাম্মদ আইয়ুব খান আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রপক্ষে অভিযোগ প্রমাণ করায় আদালত এ রায় দিয়েছেন। 

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২২ নভেম্বর রাত সোয়া ১টার দিকে নগরীর পাঁচলাইশ থানার বিবির হাট এলাকায় নুরুল আলমকে কুপিয়ে খুন করে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ ইউসুফ পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি ২২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। রাষ্ট্রপক্ষের ১৭ সাক্ষীর ১৫ জন ও আসামিপক্ষে তিনজন আদালতে সাক্ষ্য দেন। 
 
নিহতের বাবা মোহাম্মদ ইউসুফ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু