হোম > সারা দেশ > চট্টগ্রাম

এস আলম, আকিজ ও মিফতাহর বিরুদ্ধে ইসলামী ব্যাংকের মামলা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, আকিজ ও মিফতাহর বিরুদ্ধে মামলা করেছে ইসলামী ব্যাংক। আজ রোববার (১৮ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ মামলা করা হয়।

আদালত মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের পক্ষের আইনজীবী জিয়া হাবিব আহসান।

ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক প্রভাব খাটিয়ে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার স্থগিত হিসাব থেকে টাকা উঠিয়ে বিজনেস ডেভেলপমেন্ট খরচের নামে নিজেরা আত্মসাৎ করেন এস আলম গ্রুপের সংশ্লিষ্টরা।

দেশের বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের পিএস একসময়ের ইসলামী ব্যাংকের দাপুটে ডিএমডি আকিজ উদ্দিন ও মিফতাহ উদ্দিনের নির্দেশে এসব টাকা আত্মসাতের কর্মকাণ্ড চালানো হয় বলে জানা গেছে।

ব্যাংকের স্থগিত হিসাব থেকে টাকা তুলে আত্মসাৎ মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান, পিএস আকিজ উদ্দিন, মিফতাহ উদ্দিন ছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় রয়েছেন গ্রুপের ম্যানেজার আরিফ আহমেদ, ক্যাশিয়ার ইফতেখার উদ্দিন, সিরাজুল কবির, মোস্তান বিল্লাহ আদিল, রবিউল হোসেন, আনিস উদ্দীন, হুন্ডি ব্যবসায়ী আকরাম হোসেন মিনহাজ ও আবুল বশর।

মামলার বাদী ব্যাংকের মুখ্য কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল এবং ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, অ্যাডভোকেট সামশুল আলম ও অ্যাডভোকেট কবির আহমদসহ বিপুলসংখ্যক আইনজীবী।

মামলার বিষয়ে ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার ব্যবস্থাপক এস ভিপি জামাল উদ্দীন বলেন, ‘ব্যক্তির প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। ইসলামী ব্যাংকের পাওনা আদায়ে আমাদের সম্ভাব্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। কারণ জনগণের আমানতের সুরক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি