হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. মোজাহিদ চৌধুরী নামে পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর হালিশহরের আউটার রিং রোড ওয়াই জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. মোজাহিদ চৌধুরী বাংলাদেশ পুলিশের ২০১৭ তম ব্যাচের সার্জেন্ট ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বি-বাড়িয়ায়। তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর পুলিশ প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি চালক মাহফুজুর রহমানকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।’

জানা গেছে, ট্রাফিক সার্জেন্ট মো. মোজাহিদ চৌধুরী পতেঙ্গা এলাকায় ডিউটি শেষে করে মোটরসাইকেলে করে আউটার রিং রোড দিয়ে ফৌজদারহাটের বাসায় যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ মঙ্গলবার দামপাড়া পুলিশ লাইনসে নিহত ট্রাফিক সার্জেন্টের জানাজার পর তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এ সময় পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়সহ পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার শ্রদ্ধা নিবেদন শেষে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী