হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবার পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ইবি প্রশাসন

ইবি প্রতিনিধি 

মামুন অর রশিদ। ছবি: সংগৃহীত

পরীক্ষা দিতে আসা মামুন অর রশিদ নামের এক ছাত্রলীগের নেতাকে পুলিশে দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। গতকাল সোমবার ঘটনাটি ঘটলেও আজ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পরে পুলিশ তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

মামুন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি।

মামলার এজাহারে বলা হয়েছে, ‘মামুন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং তাঁর সংগঠনের অজ্ঞাতনামা সদস্যদের প্ররোচনায় পরীক্ষায় অংশগ্রহণ করতে নিষেধ করা সত্ত্বেও পরীক্ষা দিতে এসে বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে অশান্ত করার চেষ্টা করেছেন।

আসামির কর্মকাণ্ডের বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে থানায় হাজির হয়ে এজাহার করতে বিলম্ব হয়েছে। তাই আইনগত ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।’

উল্লেখ্য, গতকাল সোমবার মামুন অর রশিদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা দিতে এসে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভাগের শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা মিলে মামুনকে থানা-পুলিশে সোপর্দ করেন।

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন