হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবার পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ইবি প্রশাসন

ইবি প্রতিনিধি 

মামুন অর রশিদ। ছবি: সংগৃহীত

পরীক্ষা দিতে আসা মামুন অর রশিদ নামের এক ছাত্রলীগের নেতাকে পুলিশে দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। গতকাল সোমবার ঘটনাটি ঘটলেও আজ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পরে পুলিশ তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

মামুন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি।

মামলার এজাহারে বলা হয়েছে, ‘মামুন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং তাঁর সংগঠনের অজ্ঞাতনামা সদস্যদের প্ররোচনায় পরীক্ষায় অংশগ্রহণ করতে নিষেধ করা সত্ত্বেও পরীক্ষা দিতে এসে বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে অশান্ত করার চেষ্টা করেছেন।

আসামির কর্মকাণ্ডের বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে থানায় হাজির হয়ে এজাহার করতে বিলম্ব হয়েছে। তাই আইনগত ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।’

উল্লেখ্য, গতকাল সোমবার মামুন অর রশিদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা দিতে এসে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভাগের শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা মিলে মামুনকে থানা-পুলিশে সোপর্দ করেন।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি