হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ট্রাকচাপায় সাইকেল আরোহী ২ শিশু নিহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে সাইকেলকে চাপা দেওয়া ট্রাক। ছবি: সংগৃহীত

নোয়াখালীতে ট্রাকচাপায় সাইকেল আরোহী দুই শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাইজদী-চরমটুয়া সড়কে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন।

নিহত দুজন হলো বৈকুণ্ঠপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে আরাফাত হোসেন (৮) ও ফরিদাবাদ গ্রামের আবুল কালামের মেয়ে আসমা আক্তার (৮)। তারা দুজন সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন। দুজনই বৈকুণ্ঠপুর ফরিদাবাদ কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে আসমার বাবা আবুল কালামের সাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল আসমা ও আরাফাত। সাইকেলটি মাইজদী-চরমটুয়া সড়কে উঠলে মাইজদী থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয়। তাতে সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে সাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় আরাফাত ও আসমা। গুরুতর আহত অবস্থায় কালামকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত