হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় স্থগিত হওয়া কেন্দ্রে ভোট ৭ ফেব্রুযারি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে পটিয়া উপজেলার দুই ইউনিয়নের দুইটি ভোট কেন্দ্রে পুনঃ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী মাসের ৭ ফেব্রুয়ারি। এ ছাড়াও দুইটি ভোট কেন্দ্রে অনিয়ম ও বিশৃঙ্খলার বিষয়ে তদন্ত করে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত উপজেলার ছনহরা ইউপি নির্বাচনে ২টি ভোট কেন্দ্রে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে ভোটগ্রহণের দিন নির্বাচন স্থগিত করা হয়। 

ওই ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী কয়েকটি ভোট কেন্দ্রে পুনঃ ভোট গ্রহণের জন্য অনিয়মরে প্রমাণসহ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে আবেদনটির সত্যতা যাচাই করতে ৭ দিনের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পাদন করে প্রতিবেদন পাঠানোর জন্য চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়। 

অভিযোগের প্রেক্ষিতে অনিয়ম ও বিশৃঙ্খলার বিষয় তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন। গত ২০ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসারকে এ নির্দেশনা দেন। 

এদিকে নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তদন্তকারী কর্মকর্তার কার্যপরিধি উল্লেখ করা হয়। এতে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারের বক্তব্য গ্রহণ, ভোটকেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী সদস্য ও সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বক্তব্য গ্রহণ, প্রকৃত দোষী, দায়ী ব্যক্তি, কর্মকর্তাদের চিহ্নিতকরণ এবং অভিযোগ প্রমাণিত ভোটকেন্দ্রে পুনঃ ভোটগ্রহণ করা হবে কি না সেই বিষয়ক সুপারিশ। 

পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী জানান, গত ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্থগিত হওয়া দুই ইউনিয়নের দুই ভোট কেন্দ্রে ভোটগ্রহণ ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া কেন্দ্রগুলো হচ্ছে, জিরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য নির্বাচন। কচুয়াই ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য। দুই ইউনিয়নের দুই কেন্দ্রে আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। 

এ ছাড়া ছনহরা ইউনিয়নের স্থগিত হওয়া ২টি ভোট কেন্দ্রে অনিয়ম ও বিশৃঙ্খলা বিষয়ে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশনা দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর ৪র্থ দফায় অনুষ্ঠিত পটিয়া ইউপি নির্বাচনে একযোগে ভোটগ্রহণ করা হয়। তবে, ভোটগ্রহণ চলাকালীন সময়ে ব্যালট ছিনতাই করে তা সিলমারা এবং ব্যালট বাক্সে তা ঢুকিয়ে রাখা, কেন্দ্র দখল করে ভোটকেন্দ্রে পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে ব্যালটে সিলমারা ও সহিংসতার কারণে ছনহরা, জিরি ও কচুয়াই ইউপির চার কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছিলেন  নির্বাচন কমিশন। 

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা