হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মাথা ও হাত-পা বিচ্ছিন্ন করে তরুণীকে হত্যা, মেলেনি পরিচয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে নগরের ডোবা থেকে মাথা, হাত ও পা বিচ্ছিন্ন এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে নগরের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকার একটি ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় ওই তরুণীর লাশ পাওয়া যায়।

মাথা, হাত ও পা না থাকা এবং লাশে পচন ধরায় আজ সোমবার বিকেল পর্যন্ত ওই তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকার সকালে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকার একটি ডোবায় অর্ধগলিত একটি লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ বলেছে, হত্যার শিকার তরুণীর বয়স ১৫ থেকে ২০ বছর হবে।

ওসি বাবুল আজাদ বলেন, ওই তরুণীর লাশ যেভাবে পাওয়া গেছে, তাতে তাঁর পরিচয় দ্রুত শনাক্ত করা দুঃসাধ্য। কারণ, লাশের মাথা নেই, দুই হাতের কবজি ও পায়ের পাতা নেই। লাশে পচন ধরেছে। অন্তত ১৫ থেকে ২০ দিন আগে হত্যার পর ওই তরুণীর লাশ ডোবায় ফেলে রাখা হয়।

বাবুল আজাদ আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের যেহেতু আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, তাই ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট