হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে মাথা ও হাত-পা বিচ্ছিন্ন করে তরুণীকে হত্যা, মেলেনি পরিচয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে নগরের ডোবা থেকে মাথা, হাত ও পা বিচ্ছিন্ন এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে নগরের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকার একটি ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় ওই তরুণীর লাশ পাওয়া যায়।

মাথা, হাত ও পা না থাকা এবং লাশে পচন ধরায় আজ সোমবার বিকেল পর্যন্ত ওই তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকার সকালে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকার একটি ডোবায় অর্ধগলিত একটি লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ বলেছে, হত্যার শিকার তরুণীর বয়স ১৫ থেকে ২০ বছর হবে।

ওসি বাবুল আজাদ বলেন, ওই তরুণীর লাশ যেভাবে পাওয়া গেছে, তাতে তাঁর পরিচয় দ্রুত শনাক্ত করা দুঃসাধ্য। কারণ, লাশের মাথা নেই, দুই হাতের কবজি ও পায়ের পাতা নেই। লাশে পচন ধরেছে। অন্তত ১৫ থেকে ২০ দিন আগে হত্যার পর ওই তরুণীর লাশ ডোবায় ফেলে রাখা হয়।

বাবুল আজাদ আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের যেহেতু আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, তাই ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হবে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল