হোম > সারা দেশ > চট্টগ্রাম

১১০টি বিলাসবহুল গাড়ির নিলাম প্রক্রিয়া শুরু, অংশ নিতে পরবেন যে কেউ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শুল্ক সুবিধায় ১১০টি বিলাস বহুল গাড়ি নিলামের প্রক্রিয়া শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস। এরই অংশ হিসেবে ক্রেতারা দেশের বিভিন্ন স্থান থেকে এসে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে রক্ষিত গাড়ি দেখতে শুরু করেছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম শাখার ব্যবস্থাপনায় বন্দর থেকে বিশেষ পাসের ইস্যু করে ক্রেতাদের গাড়িগুলো দেখার ব্যবস্থা করা হচ্ছে। 

নিলামে যাতে সাধারণ ক্রেতারা অংশ নিতে পারেন সে জন্য ব্যাপক প্রচারণা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম। 

কাস্টমস সূত্র জানায়, দরপত্র আগামী ৩ ও ৪ নভেম্বর পর্যন্ত দাখিল করা যাবে। এ ছাড়া অনলাইনে ই-অকশানে দরপত্র দাখিল করা যাবে। 

আজ বুধবার থেকে সরেজমিনে গাড়িগুলো পরিদর্শন শুরু হয়েছে। কাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) থেকে ৩১ অক্টেবর ও ২ নভেম্বর সরেজমিন পরিদর্শনে গিয়ে গাড়িগুলো ক্রেতারা দেখতে পারবেন। আজ বিকেল ৪টায় গাড়ি পরিদর্শনে ঢাকার উত্তরা থেকে মো. সাইয়ল ইসলাম বন্দরের গাড়িগুলো দেখতে আসেন। তিনি বলেন, আমার বেশ কয়েকটি গাড়ি পছন্দ হয়েছে। 

গাজীপুর থেকে আসা মো. আবির জানান, তাঁর নিজের ব্যবহারের জন্য একটি গাড়ি নিতে চান। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল