হোম > সারা দেশ > চট্টগ্রাম

কবরস্থানে অস্ত্রসহ লুকিয়ে থাকা যুবদল নেতা কারাগারে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২১ মামলার পলাতক আসামি যুবদল নেতা মো. মাসুদকে (৩৮) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জঙ্গল সলিমপুরের উত্তর ফকিরপাড়া কবরস্থানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। 

মো. মাসুদ উত্তর ফকিরপাড়া এলাকার বাসিন্দা ও সলিমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গ্রেপ্তার মাসুদ সলিমপুর ইউনিয়ন যুবদল সভাপতি সন্ত্রাসী রোকনের সহযোগী। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, খুনসহ বিভিন্ন অপরাধের ঘটনায় ২১টি মামলা রয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।’ 

তোফায়েল আহমেদ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সন্ত্রাসী রোকন বাহিনীর ৩৫ জন সদস্যকে নিয়ে সে সীতাকুণ্ডের পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও ডাকাতি কার্যক্রম চালাত। তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ কারাগারে প্রেরণ করা হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত