হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ফিনলে সাউথ সিটির ঈদ উৎসবের র‌্যাফেল ড্রর পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফিনলে সাউথ সিটি শপিংমল মেগা ড্রয়ের প্রথম পুরস্কার গাড়ির চাবি তুলে দিচ্ছেন মেয়র শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর আধুনিক ও অভিজাত শপিংমল ফিনলে সাউথ সিটিতে গ্র্যান্ড ওপেনিং ও ঈদ বিক্রয় উৎসব-২০২৫-এর মেগা র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ মে) সন্ধ্যায় নগরীর বহদ্দারহাটের ফিনলে সাউথ সিটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ‘সিডান কার’ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুফাখখারুল ইসলাম খসরু, ফিনলে সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবদুল মাবুদ শমসের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানসহ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।

অনুষ্ঠানে মেয়র চট্টগ্রামকে আধুনিক, জলাবদ্ধতামুক্ত ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সমাজের সব শ্রেণির মানুষের একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ ছাড়া কখনোই একটি শহরকে বসবাসযোগ্য করে গড়ে তোলা যায় না। এ ক্ষেত্রে সবুজ নগরী নির্মাণে ফিনলের এমডি মুফাখখারুল ইসলাম খসরুর ভূমিকা ও আন্তরিকতার প্রশংসা করেন। পরে ফিনলে সাউথ সিটিতে শিশুদের বিনোদনের জন্য গড়ে তোলা অ্যামিউজমেন্ট পার্ক জিজি আইল্যান্ডেরও উদ্বোধন করেন মেয়র।

এদিকে প্রথম পুরস্কার হিসেবে গাড়ি পেয়ে ভীষণ খুশি বলে জানালেন বিজয়ী মাহির আশহাব সায়ানের বাবা মো. আজিজুল হক।

প্রসঙ্গত, ফিনলে প্রপার্টিজ লিমেটেডের শপিংমলটি চলতি বছরের ১৭ জানুয়ারি যাত্রা শুরু করে।

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা