হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ফিনলে সাউথ সিটির ঈদ উৎসবের র‌্যাফেল ড্রর পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফিনলে সাউথ সিটি শপিংমল মেগা ড্রয়ের প্রথম পুরস্কার গাড়ির চাবি তুলে দিচ্ছেন মেয়র শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর আধুনিক ও অভিজাত শপিংমল ফিনলে সাউথ সিটিতে গ্র্যান্ড ওপেনিং ও ঈদ বিক্রয় উৎসব-২০২৫-এর মেগা র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ মে) সন্ধ্যায় নগরীর বহদ্দারহাটের ফিনলে সাউথ সিটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ‘সিডান কার’ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুফাখখারুল ইসলাম খসরু, ফিনলে সাউথ সিটি শপ ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আবদুল মাবুদ শমসের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানসহ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।

অনুষ্ঠানে মেয়র চট্টগ্রামকে আধুনিক, জলাবদ্ধতামুক্ত ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সমাজের সব শ্রেণির মানুষের একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ ছাড়া কখনোই একটি শহরকে বসবাসযোগ্য করে গড়ে তোলা যায় না। এ ক্ষেত্রে সবুজ নগরী নির্মাণে ফিনলের এমডি মুফাখখারুল ইসলাম খসরুর ভূমিকা ও আন্তরিকতার প্রশংসা করেন। পরে ফিনলে সাউথ সিটিতে শিশুদের বিনোদনের জন্য গড়ে তোলা অ্যামিউজমেন্ট পার্ক জিজি আইল্যান্ডেরও উদ্বোধন করেন মেয়র।

এদিকে প্রথম পুরস্কার হিসেবে গাড়ি পেয়ে ভীষণ খুশি বলে জানালেন বিজয়ী মাহির আশহাব সায়ানের বাবা মো. আজিজুল হক।

প্রসঙ্গত, ফিনলে প্রপার্টিজ লিমেটেডের শপিংমলটি চলতি বছরের ১৭ জানুয়ারি যাত্রা শুরু করে।

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা