হোম > সারা দেশ > চট্টগ্রাম

কীর্তনখোলায় তেলের ট্যাংকারে আগুন: ছেলের মৃত্যুর ৪ দিন পর মারা গেলেন বাবা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন রুমে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত হন সীতাকুণ্ডের বাসিন্দা মোহাম্মদ ফারদিন আরাফাত স্বাধীন (২২)। তাঁর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই চার দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা স্বাধীনের বাবা কুতুবু উদ্দিন (৬০)। 

গতকাল রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

নিহত কুতুব উদ্দিন উপজেলার কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর গ্রামের মৃত ছালে আহমদের ছেলে ও জাহাজের ইঞ্জিন রুমে সুয়ানি হিসেবে কর্মরত ছিল। 

কুতুব উদ্দিনের শ্যালক ফোরকান জানান, তাঁর বোন জামাই তেলবাহী এমটি ইবাদি-১ জাহাজের ইঞ্জিন রুমে সুয়ানি হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম থেকে সাড়ে তিন লাখ লিটার পেট্রল ও ১০ লাখ লিটার ডিজেল নিয়ে গত ৯ মে মঙ্গলবার বরিশালে যায়। চট্টগ্রাম থেকে জাহাজটি যাওয়ার সময় সাগর দেখতে তাঁর ভাগনে স্বাধীনও বাবার সঙ্গে যায়। বিস্ফোরণে স্বাধীনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তাঁর বোন-জামাই। 

কুতুব উদ্দিনের শ্যালক ফোরকান বলেন, ভাগনে স্বাধীনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে তার মা। ছেলে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই স্বামীর মৃত্যুর সংবাদে বারবার জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে সে। 

কুমিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী বলেন, বিস্ফোরণ বাবা-ছেলের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় পুরো এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

গত ১১ মে (বৃহস্পতিবার) বিকেল পৌনে ৫টার দিকে বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করে রাখা জাহাজের তেলবাহী ট্যাংকারে ইঞ্জিন রুমে বিস্ফোরণ হয়। এতে ট্যাংকারের শ্রমিক বাবুল কান্তি দাস (৬৪) ও স্বাধীন (২২) ঘটনাস্থলেই মারা যায়।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার