হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলের ভেতরে ট্রাক, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলের ভেতরে ঢুকে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১১ জন। 

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহত ব্যক্তির নাম বিকাশ চৌধুরী (২৪)। তবে তাঁর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ চট্টগ্রাম থেকে নগরের বহদ্দারহাটের উদ্দেশে আসা ইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে সড়কের পাশে থাকা একটি হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এ সময় সড়কের পাশে থাকা কয়েকজন ফল বিক্রেতা ও হকার ট্রাকের ধাক্কায় আহত হন। ঘটনাস্থলে নিহত হন বিকাশ চৌধুরী নামের ওই যুবক। তিনি দুর্ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়ানো ছিলেন। এ ছাড়া আহত ১১ জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা মিলে চমেক হাসপাতালে নিয়ে যান। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি ফায়ার সার্ভিসের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী