চট্টগ্রাম নগরীতে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলের ভেতরে ঢুকে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১১ জন।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম বিকাশ চৌধুরী (২৪)। তবে তাঁর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ চট্টগ্রাম থেকে নগরের বহদ্দারহাটের উদ্দেশে আসা ইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে সড়কের পাশে থাকা একটি হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এ সময় সড়কের পাশে থাকা কয়েকজন ফল বিক্রেতা ও হকার ট্রাকের ধাক্কায় আহত হন। ঘটনাস্থলে নিহত হন বিকাশ চৌধুরী নামের ওই যুবক। তিনি দুর্ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়ানো ছিলেন। এ ছাড়া আহত ১১ জনকে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা মিলে চমেক হাসপাতালে নিয়ে যান।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি ফায়ার সার্ভিসের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে।