হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘অবহেলার কারণেই কারখানায় ভয়াবহ বিস্ফোরণ’

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

মালিক পক্ষের অবহেলা আর টাকা বাঁচাতে অদক্ষ জনবল নিয়োগের কারণেই সীমা অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের চট্টগ্রাম শাখার সম্পাদক কে এম শহিদুল্লাহ। আজ সোমবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের বিধ্বস্ত অক্সিজেন কারখানাটি পরিদর্শনে শেষে এ কথা বলেন তিনি।

কে এম শহিদুল্লাহ বলেন, ‘বিধ্বস্ত কারখানাটি পরিদর্শনে যে চিত্র দেখা গেছে, তাতে মালিক পক্ষের পাশাপাশি কারখানার সঙ্গে জড়িত সরকারি দপ্তরের কর্মকর্তারা এর দায়ভার এড়াতে পারেন না। সরকারি দপ্তরগুলোর সঠিক নজরদারি না থাকায় ভয়াবহ এ বিস্ফোরণে সূত্রপাত্র হয়েছে।’

তিনি বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি আহত শ্রমিকদের সুস্থ হওয়া না পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয়ভার বহন ও হতাহত প্রতিজনের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।

এ ছাড়া আজ দুপুরে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এটিইউ’র অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া। পরে বিকেলে ঘটনাস্থলে আসেন এ ঘটনায় গঠিত  তদন্ত কমিটির প্রতিনিধিদল।

এর আগে শনিবার বেলা সাড়ে ৪টায় চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্ট লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সাতজনের প্রাণহানিসহ ৩০ জন আহত হয়। বিস্ফোরণের পরে আগ্রাবাদ, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। ২৪ ঘন্টা পর গতকাল বেলা সাড়ে ৪টায় উদ্ধার অভিযান শেষ করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু