চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগামী মঙ্গলবার বন্ধের দিনেও চলাচল করবে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী।
আনসার আলী বলেন, চবি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন বন্ধের দিনেও চলাচল করবে। সেই ধারাবাহিকতায় আগামী মঙ্গলবার বন্ধের দিনেও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চলবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর থেকে চবির অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষা ৫ নভেম্বর শেষ হবে।