হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে বাজারে হামলায় অর্ধশতাধিক দোকানপাট ভাঙচুর, ব্যবসায়ীদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পেশকারহাট বাজারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা বাজারের অন্তত অর্ধশতাধিক দোকান-পাট, ছয়টি সিএনজি অটোরিকশাা, দুটি অটোরিকশা ভাঙচুর করেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে ঘটনার প্রতিবাদে বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মঙ্গলবার দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল করেন ক্ষতিগ্রস্তরা। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান তাঁরা। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে এ ঘটনার পর আজ মামলা দায়ের করেছেন বাজার কমিটির সভাপতি। এরপর অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত মেহেদি হাসান হৃদয় (১৮) ও রমজান আলী রিয়াদ (১৭) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত বিরোধের জেরে গত রোববার রাতে পেশকারহাট রাস্তার মাথা এলাকায় নতুন বাজার এবং পেশকারহাট বাজারের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ ঘটনার জেরে সোমবার রাতে নতুন বাজার এলাকার ৫০-৬০ জন অস্ত্রধারী হঠাৎ করে পেশকারহাট বাজারে এসে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুট করে। তারা বাজারের অর্ধশতাধিক দোকানপাট, ছয়টি সিএনজি অটোরিকশা, দুটি অটোরিকশা ভাঙচুর করে এবং তিনজনকে পিটিয়ে আহত করে। হামলায় দিগ্বিদিক ছুটে পালিয়ে যান ব্যবসায়ীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বাজারে হামলা ও ভাঙচুরের ঘটনায় পেশকারহাট বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম বাহাদুর বাদী হয়ে আজ মঙ্গলবার সকালে একটি মামলা দায়ের করেছেন। এরপর অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত