হোম > সারা দেশ > চট্টগ্রাম

অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন আর নেই

প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন মারা গেছেন। 

আজ শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার গুলশানের শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী। সেখানেই লাশ দাফন করার কথা রয়েছে। 

অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিনের ছেলে তানভীর সালেহীন গাজী আজকের পত্রিকাকে বলেন, আমার বাবা করোনাভাইরাসের টিকার দুই ডোজই নিয়েছিলেন। তবুও আমরা তাঁকে বাঁচাতে পারলাম না। আমরা তাঁকে কোথায় দাফন করবো এখনো সিদ্ধান্ত নিইনি। তবে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার চিন্তা–ভাবনা রয়েছে। 

গত ২১ জুলাই অধ্যাপক সালেহ উদ্দিনের শরীরে কোভিডের উপসর্গ দেখা দেয়। এর আগে তিনি সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে বক্তৃতা করেছেন। সেখানে অনেক মানুষের সংষ্পর্শে এসেছেন। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই তিনি করোনায় আক্রান্ত হন। গত ৩০ জুলাই তাঁকে গুলশানের শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে ৩ আগস্ট তাঁকে আইসিইউতে নেওয়া হয়। 

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীর বিচারের ক্ষেত্রে তাঁর লেখা বইয়ের তথ্যকে দালিলিক সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছিল। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১