হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিঠুর পদ সাময়িক স্থগিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠুর পদ সাময়িকভাবে স্থগিত করেছেন কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।  

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠু সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাঁর সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।  

জানা যায়, এর আগে গত ১৩ নভেম্বর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলের নির্দেশ ক্রমে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। 

এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠু বলেন, আমরা তো দল করি। দল করতে গিয়ে আচার আচরণ, চলা ফেরায় ভুল ত্রুটি হতে পারে। আমার ব্যাপারে দল যে সিদ্ধান্ত নিয়েছে তা আমি মাথা পেতে নিলাম। এ সুযোগে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারব। আমি আশা করছি দল আবারও আমার স্থগিত হওয়া সভাপতির পদ দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে দেবেন।  

এক প্রশ্নের জানাবে মিঠু বলেন, আমাকে দল ১৩ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। আমি ২৩ নভেম্বর জবাব দিয়েছি। আমি দলের কর্মী বিগত দিনে দলের আন্দোলন সংগ্রামে ছিলাম এখনো আছি। কেন্দ্রীয় কমিটি আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছেন তা আমার রাজনৈতিক ভবিষ্যতের জন্য ভালো হবে। তার থেকে আমি শিক্ষা নিয়ে আমার রাজনৈতিক পথচলা আরও মসৃণ হবে।  

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠুর বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটির কাছে বিভিন্ন অভিযোগ এসেছে। সে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত ছিল। তাকে আমরা কারণ দর্শানোর নোটিশও দিয়েছিলাম। কিন্তু তাঁর নোটিশের জবাবটি সন্তোষজনক না হওয়ায় কেন্দ্রীয় কমিটি তাঁর সভাপতির পদটি সাময়িকভাবে স্থগিত করেছেন।  

রফিকুল ইসলাম আরও জানান, মিঠুর বিরুদ্ধে অভিযোগগুলো কেন্দ্রীয় কমিটির গঠিত তদন্ত টিম কাজ করছেন। যদি অভিযোগ প্রমাণিত হয় তাকে স্থায়ীভাবে সভাপতির পদ থেকে সরিয়ে নেওয়া হবে। আর যদি আনীত অভিযোগগুলো প্রমাণিত না হয় তাহলে তাকে সভাপতির পদ ফিরিয়ে দেওয়া হবে।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী