হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিস্ফোরণের ২ দিন পেরিয়ে গেলেও মামলা হয়নি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানায় অক্সিজেন প্ল্যান্টের এয়ার সেপারেশন কলাম থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে নিহত ও আহতের ঘটনায় দায়িত্ব অবহেলা ও বিস্ফোরণ পরবর্তীতে অসহযোগিতার অভিযোগে রাতে মামলা দায়ের করা হবে।’

ওসি তোফায়েল আহমেদ আরও বলেন, তারা বিস্ফোরণ স্থলে প্রাথমিক তদন্তকাজ চলমান রেখেছেন। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটাও খতিয়ে দেখার চেষ্টা করছেন। দায়িত্বে অবহেলার অভিযোগে এ ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। এই ঘটনায় ব্যক্তিগতভাবে বাদী হয়ে যদি কেউ মামলা করেন তাহলে তারা সেভাবে মামলাটি নেবেন। এ ক্ষেত্রে যদি কেউ এগিয়ে না আসে তবে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গত শনিবার সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় সাতজনের প্রাণহানি ও অগ্নিদগ্ধ হয়ে ৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়লেও এ বিষয়ে থানায় মামলা না হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে, স্থানীয় এলাকাবাসী ও নিহত ব্যক্তিদের স্বজনেরা এ ঘটনার বিচার দাবি করেন। সুষ্ঠু বিচার না হলে বারবার এ ধরনের ঘটনা ঘটবে বলে মনে করছেন তাঁরা।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল