হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিস্ফোরণের ২ দিন পেরিয়ে গেলেও মামলা হয়নি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কারখানায় অক্সিজেন প্ল্যান্টের এয়ার সেপারেশন কলাম থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে নিহত ও আহতের ঘটনায় দায়িত্ব অবহেলা ও বিস্ফোরণ পরবর্তীতে অসহযোগিতার অভিযোগে রাতে মামলা দায়ের করা হবে।’

ওসি তোফায়েল আহমেদ আরও বলেন, তারা বিস্ফোরণ স্থলে প্রাথমিক তদন্তকাজ চলমান রেখেছেন। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটাও খতিয়ে দেখার চেষ্টা করছেন। দায়িত্বে অবহেলার অভিযোগে এ ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। এই ঘটনায় ব্যক্তিগতভাবে বাদী হয়ে যদি কেউ মামলা করেন তাহলে তারা সেভাবে মামলাটি নেবেন। এ ক্ষেত্রে যদি কেউ এগিয়ে না আসে তবে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গত শনিবার সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্ট কারখানায় ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় সাতজনের প্রাণহানি ও অগ্নিদগ্ধ হয়ে ৩০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়লেও এ বিষয়ে থানায় মামলা না হওয়ায় স্থানীয় জনসাধারণের মধ্যে আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে, স্থানীয় এলাকাবাসী ও নিহত ব্যক্তিদের স্বজনেরা এ ঘটনার বিচার দাবি করেন। সুষ্ঠু বিচার না হলে বারবার এ ধরনের ঘটনা ঘটবে বলে মনে করছেন তাঁরা।

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে