হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে হ্যান্ডকাপসহ পালাল আসামি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

পুলিশের হাত গ্রেপ্তারের পর হ্যান্ডকাপসহ পালিয়েছেন ইসমাইল হোসেন প্রকাশ বয়াতি (৪০) নামের এক আসামি। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক কারবারি হিসেবে পরিচিত তিনি।

আজ বুধবার দুপুর ২টায় বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইর টেক এলাকায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ইসমাইল হোসেন বয়াতি ওই এলাকার স্বর্ণকার বাড়ির মৃত আলী আজ্জমের ছেলে।

এদিকে এ ঘটনার পরপরই ওই এলাকায় কোম্পানীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আসামিকে হন্যে হয়ে খুঁজছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন বয়াতিকে কোম্পানীগঞ্জ থানার এএসআই রবিউল গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরান। হ্যান্ডকাপ পরানো অবস্থায় ওই স্থানে অনেক মানুষ জড়ো হন। এ সময় জটলা থেকে আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। আসামি ইসমাইল হোসেন বয়াতি চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে ৩-৪টি মামলা রয়েছে।

অভিযানকারী এএসআই রবিউল জানান, হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, অভিযানের সময় পুলিশের সংখ্যা কম থাকায় মাদক কারবারি ইসমাইল হোসেন বয়াতি তাঁর সহযোগীদের সহায়তায় পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত