হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে হ্যান্ডকাপসহ পালাল আসামি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

পুলিশের হাত গ্রেপ্তারের পর হ্যান্ডকাপসহ পালিয়েছেন ইসমাইল হোসেন প্রকাশ বয়াতি (৪০) নামের এক আসামি। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক কারবারি হিসেবে পরিচিত তিনি।

আজ বুধবার দুপুর ২টায় বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইর টেক এলাকায় এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া ইসমাইল হোসেন বয়াতি ওই এলাকার স্বর্ণকার বাড়ির মৃত আলী আজ্জমের ছেলে।

এদিকে এ ঘটনার পরপরই ওই এলাকায় কোম্পানীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আসামিকে হন্যে হয়ে খুঁজছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন বয়াতিকে কোম্পানীগঞ্জ থানার এএসআই রবিউল গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরান। হ্যান্ডকাপ পরানো অবস্থায় ওই স্থানে অনেক মানুষ জড়ো হন। এ সময় জটলা থেকে আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। আসামি ইসমাইল হোসেন বয়াতি চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে ৩-৪টি মামলা রয়েছে।

অভিযানকারী এএসআই রবিউল জানান, হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, অভিযানের সময় পুলিশের সংখ্যা কম থাকায় মাদক কারবারি ইসমাইল হোসেন বয়াতি তাঁর সহযোগীদের সহায়তায় পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার