হোম > সারা দেশ > কক্সবাজার

কোস্ট গার্ডের সঙ্গে গুলিবিনিময়, ‘ডাকাত’ রফিক আটক

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে জব্দ করা অস্ত্র। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের সঙ্গে গুলিবিনিময়ের পর গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত দল রফিক বাহিনীর প্রধান রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক। তিনি জানান, গতকাল রোববার কালারমারছড়া ইউনিয়নের সামিরাঘোনা এলাকায় ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ডাকাত দলের সদস্যরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে তাঁদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু ডাকাত দলের সদস্যরা আত্মসমর্পণ না করে গুলি ছোড়া অব্যাহত রাখলে কোস্ট গার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান।

উভয় পক্ষের গুলিবিনিময়কালে রফিক পায়ে গুলিবিদ্ধ হলে দলের অন্য সদস্যরা পালিয়ে যান। পরে কোস্ট গার্ডের অভিযানকারী দল ঘটনাস্থল থেকে আহত রফিককে অস্ত্র, গোলাবারুদসহ আটক করে।

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত