চট্টগ্রাম: আগামী ২৪ মে থেকে রেলওয়ে পূর্বাঞ্চলে চলাচল করবে নয় জোড়া ট্রেন। স্বাস্থ্যবিধি মেনে ও অর্ধেক যাত্রী নিয়ে এসব ট্রেন চালানো হবে। ৫০ শতাংশ টিকিট অনলাইনে ও বাকিগুলো কাউন্টারে বিক্রি করা হবে। তবে যেসব স্টেশনে অনলাইন সুযোগ-সুবিধা নেই, সেখানে কাউন্টারে টিকিট বিক্রি করা হবে।
রেলওয়ে সূত্র জানায়, সারা দেশে ২৮ জোড়া ট্রেন চলবে। এর মধ্যে পূর্বাঞ্চলের ৯ জোড়া। বাকিগুলো পশ্চিমাঞ্চলের। পূর্বাঞ্চলে যেসব ট্রেন চলাচল করবে- সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি/তূর্ণা এক্সপ্রেস, মহানগর প্রভাতী/তূর্ণা এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা/উপকূল এক্সপ্রেস, মেঘনা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেসে এবং পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস।
রেলওয়ে পূর্বাঞ্চলে বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালানো হবে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ৫ এপ্রিল থেকে সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখে সরকার। তবে লকডাউনে পণ্যবাহী ট্রেন চলাচল করছিল। যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় পূর্বাঞ্চলে রেলে প্রতিদিন প্রায় ২৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।